টঙ্গি বাজারে আগুনে পুড়েছে মসলার গুদাম
টঙ্গি বাজারে আগুনে পুড়ে গেছে মসলার বেশ কয়েকটি গুদাম। বুধবার (১৭ এপ্রিল) রাতে বাজার আড়ৎপট্টিতে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাতে টঙ্গি বাজার আড়তপট্টিতে আগুনের খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।
পরে উত্তরা থেকে আরও দুইটি ইউনিটসহ পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি চালের গুদাম ও আলু, আদা-পেঁয়াজ ও মসলার গুদাম পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন