পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ছবি
  ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিজিভে গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র আঘাতে হানে। এই হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর এএফপির। ইউক্রেন সরকারের প্রকাশিত ছবিতে হামলাস্থলে একটি রাস্তায় চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়। এ সময় উদ্ধারকর্মীদের ছুটোছুটি করতে দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের খুঁজে বের করতে। আহতদের এ সময় স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। এদিকে পশ্চিমা মিত্রদের কাছে আরও সহায়তার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইউক্রেনে ৬১ বিলিয়ন ডলারের সাহায্য পাঠানোর জন্য ভোটাভুটি আয়োজন করতে যাচ্ছে। প্রতিনিধি পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চেরনিজিভের বাসিন্দা ওলগা সামিওলেঙ্কো জানান, প্রথম ক্ষেপণাস্ত্রটি যখন বিস্ফোরিত হয়, তখন তিনি সব আশা ছেড়ে দিয়ে অ্যাপার্টমেন্টের করিডোরে সন্তানদের নিয়ে লুকিয়ে ছিলেন। সামিওলেঙ্কো বলেন, ‘আমাদের প্রতিবেশীরাও সেখানে চলে এসেছিল। আমরা এ সময় সবাইকে নিচে নেমে আসার জন্য চিৎকার শুরু করি। এরপর আরও দুটি বিস্ফোরণ হয়। এরপর আমরা পার্কিং ল...

টঙ্গি বাজারে আগুনে পুড়েছে মসলার গুদাম

ছবি
  টঙ্গি বাজারে আগুনে পুড়ে গেছে মসলার বেশ কয়েকটি গুদাম। বুধবার (১৭ এপ্রিল) রাতে বাজার আড়ৎপট্টিতে আগুনের এ ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাতে টঙ্গি বাজার আড়তপট্টিতে আগুনের খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।  পরে উত্তরা থেকে আরও দুইটি ইউনিটসহ পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি চালের গুদাম ও আলু, আদা-পেঁয়াজ ও মসলার গুদাম পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

ছবি
ফরিদপুর সদরের কানাইপুরে গতকাল মঙ্গলবারের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। এদিকে এ ঘটনায় গতকাল রাতে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আহত অবস্থায় যিনি মারা গেছেন, তাঁর নাম পপি আক্তার (২১)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমাইল গ্রামের ইকবাল শেখের (২৫) স্ত্রী। দুর্ঘটনাকবলিত ছোট ট্রাকে ইকবালের সঙ্গে তাঁর স্ত্রী পপি ও তাঁর দেড় বছর বয়সী ছেলে ইরফান ছিল। তাঁরা আহত হয়েছিলেন। ইকবালকে গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। পপি আক্তার আজ সকাল ৬টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিশু ইরফান এখনো চিকিৎসাধীন। সড়ক দুর্ঘটনার ঘটনায় ইকবালের বড় ভাই ইমামুল শেখ বাদী হয়ে গতকাল রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

ছবি
  ইসরায়েলে ইরানের হামলায় তেল আবিবকে সহায়তা করায় জর্ডানে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইরান গত শনিবার ইসরায়েলের ওপর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে, সেই চেষ্টা করেছে জর্ডান। আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে জর্ডান সরকার। বিবৃতিতে বলা হয়, ‘এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল।’ কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকেরা সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন। হুসেইন নামের দেশটির এক ব্যক্তি বলেন, ‘জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে, তাতে আমি খুবই বিরক্ত। এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছেন না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে, তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি। কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে—এমন যেকোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি।’ মারিয়াম নামের আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই। কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ...

টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১১

ছবি
ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায় ছবি: প্রথম আলো ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ ৭ আরোহীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইজিবাইকের ৪ যাত্রী। এই ১১ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন গাড়িতে থাকা অন্তত ২৫ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ইরান-ইসরায়েল: সামরিক শক্তিতে কে এগিয়ে?

ছবি
  চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান-ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বিগ্ন বিশ্ব। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু বেধে যায় কি না এ নিয়ে চিন্তিত সবাই। কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার’র পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। ছবির উৎস, GETTY IMAGES ছবির ক্যাপশান, সৈন্যসংখ্যার দিক থেকে ইসরায়েলের তুলনায় এগিয়ে আছে ইরান সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বা...

ইসরায়েলের মতো জেলেনস্কিও মিত্রদের সহায়তা চান

ছবি
  ইউক্রেন যুদ্ধে মিত্রদেশগুলোকে পাশে পেতে ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আহ্বান জানিয়েছেন, ইরানের হামলা ঠেকাতে মিত্রদেশগুলো যে ঐক্য দেখিয়েছে, তা যেন ইউক্রেনের ক্ষেত্রেও দেখানো হয়। গতকাল সোমবার বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এমন আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার হামলার মুখে শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর সহায়তা পেয়ে আসছে ইউক্রেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে এ সহায়তা পেতে বিলম্ব হচ্ছে। এতে বড় সমস্যায় পড়েছে কিয়েভ সরকার। জেলেনস্কি বলেন, ইসরায়েলকে সুরক্ষা দিয়ে মুক্ত বিশ্ব এটা দেখিয়েছে যে এমন ঐক্য শুধু সম্ভবই নয়, বরং শতভাগ কার্যকর। আর এটা ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও সম্ভব। ইসরায়েলের মতো ইউক্রেনও ন্যাটো (পশ্চিমা সামরিক জোট) সদস্য নয়। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন, রাশিয়া ও তাইওয়ানকে সহায়তার জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। তবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডানপন্থী রিপাবলিকান সদস্যদের বিরোধিতার কারণে তা আটকে যায়। এদিকে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমা সহায়তার বিষয়টি তুলেছেন ইউক...

রাশিয়ার অস্ত্র–সরঞ্জামে ইরানের প্রতিরক্ষা

ছবি
  রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে গত মাসে ইরানের একটি প্রতিনিধিদল মস্কো সফর করেছিল। গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য ছিল অস্ত্র তৈরির কারখানাগুলো থেকে দরকারি সরঞ্জাম কেনা। ইরানি প্রতিনিধিদলে থাকা ১৭ জন সদস্যকে খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপ্যায়ন করা হয়। সফরের শেষ দিন তাঁরা যান অস্ত্র কারখানায়। এসব অস্ত্রের জন্যই ইরান দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। এর মধ্যে ছিল রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যা শত্রু যুদ্ধবিমানকে শনাক্ত করে উড়িয়ে দিতে পারে। ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমানবিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত এস–৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি হয়। রুশ এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী বলে মূল্যায়ন করেছেন সামরিক বিশেষজ্ঞরা। গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি ও ইরানের কিছু ই–মেইল অনুযায়ী, ইরানি কর্মকর্তাদের মার্চ মাসের রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক ও...